AnyDesk

তথ্য প্রযুক্তির এই যুগে কম্পিউটার অথবা ল্যাপটপ আমাদের নিত্য প্রয়োজনীয় একটি ডিভাইস। আমরা এখন কোন কিছু নিয়ে জানতে অথবা কোন কিছু শিখতে চাইলে তা অনলাইন থেকে সহজেই শিখে নিতে পারি। আবার যখন আমরা নিজে কোন কিছু পারিনা তখন যে পারে তার থেকে পরামর্শও নিতে পারি। যেমন ধরুন, আপনি কম্পিউটার অথবা ল্যাপটপে কোন একটি সমস্যা নিজে সমাধান করতে পারছেন না তখন আপনি কোন প্রফেশনালের কাছে থেকে জেনে নিয়ে নিজে সমধান করতে পারেন। যদি আপনি তার পরেও সমাধান করতে না পারেন তাহলে সে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে AnyDesk দিয়ে সমাধান করে দিতে পারে।

AnyDesk কি?

AnyDesk হল একটি Remote Desktop Software যার মাধ্যমে এক কম্পিউটার থেকে বিশ্বের যেকোনো জায়গাতে যেকোনো কম্পিউটার কন্ট্রোল করা যায়। শুধু তাই নয় AnyDesk এর মাধ্যমে ফাইল ট্রান্সফার এবং মিডিয়া স্ট্রিমও করা যায় এবং AnyDesk ফ্রিতে ব্যবহার করা যায়। প্রয়োজন হলে আপনি বাসা থেকে অফিসের কম্পিউটার AnyDesk এর মাধ্যমে অ্যাকসেস করে বাসায় বসেই আপনার অফিসের কম্পিউটারে কাজ করতে পারেন।

কম্পিউটার অথবা ল্যাপটপে থেকে কীভাবে এই সফটওয়্যারটি ইন্সটল করবেন এবং ব্যবহার করবেন সবটুকু দেখে নিন এই ভিডিওতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *