WordPress

একজন ইন্টারনেট ব্যবহারকারী হিসেবে আপনি আপনি কোন না কোন ভাবে ওয়ার্ডপ্রেস নামটির সাথে পরিচিত। যদি নাও হতে থাকেন, তবুও আপনি হয়ত বহুবার ওয়ার্ডপ্রেস দ্বারা চালিত ওয়েব সাইট ভিজিট করেছেন আপনার অজান্তেই! একটা সময় ছিল যখন কোন ওয়েবসাইট তৈরির কথা চিন্তা করলেই চোখের সামনে শুধু কোডিং ভাসত। এখন কোডিং এর প্রয়োজন হয় কিন্তু বিশাল কোডিং এর ঝামেলা থেকে যারা নিজেক মুক্ত রাখতে চায় তাদের পছন্দ এই ওয়ার্ডপ্রেস।

ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি জনপ্রিয় CMS (কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম) সহজ ভাবে বললে “সফটওয়্যার”। যা দিয়ে কোন ধরনের কোডিং ছাড়াই একটি সম্পূর্ন ওয়েবসাইট নির্মাণ ও পরিচালনা করা যায়।

ওয়ার্ডপ্রেস কি?

ওয়ার্ডপ্রেস হলো ওয়েবসাইট ও ব্লগ তৈরীর সবচেয়ে সহজ ও বহুল জনপ্রিয় মাধ্যম। ওয়ার্ডপ্রেস একটি ওপেন-সোর্স সিএমএস (CMS) বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যা পিএইচপি (PHP) প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহার করে তৈরি করা হয়েছে।

এটি একটি PHP ও MySQL দ্বারা তৈরি উম্মুক্ত প্রযুক্তি ব্লগিং সফটওয়্যার। আরও সহজ ভাষায় বলতে গেলে ‘ওয়ার্ডপ্রেস হলো ওয়েবসাইট ও ব্লগ তৈরির সবচেয়ে সহজ ও বহুল জনপ্রিয় মাধ্যম।’ বর্তমানে বিশ্বের প্রায় ৪৫৫ মিলিয়ন ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি।

ওয়ার্ডপ্রেস কেন এতো জনপ্রিয়?

ওয়ার্ডপ্রেস হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় Open Source Content Management System (CMS) যা চাইলে সবাই নিজের ওয়েব সার্ভারে ফ্রিতে ইন্সটল করে যে কোন রকমের ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন। ওয়ার্ডপ্রেস এর জনপ্রিয়তার কারণের মূলেই রয়েছে এটির সহজলভ্যতা। PHP দ্বারা লেখা বিশ্বের সবচেয়ে শক্তিশালী একটি সফটওয়্যার হল ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস সবার কাছে জনপ্রিয় হবার আরও একটি বড় কারণ হল, এটা সম্পূর্ন ফ্রী! তাই চাইলেই যেকেউ এটি ব্যবহার করতে পারে। এখানে কোন কোডিং এর ঝামেলা নেই। ওয়ার্ডপ্রেসে রয়েছে হাজার রকমের ফ্রী থিম, টুলস এবং প্লাকিন। যা আপনি নিজেই ইন্সটল এবং কাস্টমাইজ করে নিজের মত ওয়েবসাইট তৈরি এবং পরিচালনা করতে পারবেন।

কেন ওয়ার্ডপ্রেস শিখবেন?

একটি ওয়েবসাইট তৈরি করতে গেলে অনেক কিছু জানা লাগে। যেমন- HTML, CSS, Javascript ইত্যাদি ফ্রন্ট এন্ডের জন্য, এবং PHP, mySQL ইত্যাদি ব্যাক এন্ডের জন্য। এই সমস্ত ল্যাংগুয়েজ বেশ খটমটে, তাই সাধারণের জন্য এগুলো শিখে একটি ওয়েবসাইট তৈরি করা অনেক কঠিন। ওয়ার্ডপ্রেস হল এমন একটি প্লাটফর্ম যার মাধ্যমে কোনো ধরনের কোডিং স্কিল ছাড়াই আপনি সম্পূর্ন একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হলো WordPress দিয়ে  মাত্র ১-২ ঘন্টার মধ্যেই একটি সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি করে ফেলা সম্ভব।

আসুন, ওয়ার্ডপ্রেসের আরও কিছু সুবিধা জেনে নেই –

  • ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমান সময়ে সর্বধিক জনপ্রিয় ব্লগ পাবলিশিং অ্যাপ্লিকেশন এবং শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS)।
  • বর্তমানে পৃথিবীর প্রায় ৬৩% ওয়েব সাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো।
  • এটি ব্যাবহার করা সম্পূর্ণ ফ্রী, আপনার ডোমেইন এবং হোস্টিং থাকলেই আপনি ফ্রী ইন্সটল করে নিতে পারবেন।
  • ওয়ার্ডপ্রেস দিয়ে খুব সহজেই যে কোন ধরনের সাইট তৈরি করতে পারবেন।
  • সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS), তাই কোন সমস্যায় পড়লে অনলাইনে সহজেই সমাধান পাবেন।
  • শেখা সহজ, কাজ করা সহজ, কোথাও ভুল হলে এডিট করাও সহজ।
  • বর্তমান মার্কেটপ্লেস গুলোতে ওয়ার্ডপ্রেস এর চাহিদা সবচেয়ে বেশি।
  • ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে ই-কমার্স সাইট, বিজনেস সাইট সহ সকল প্রকার ওয়েব সাইটকে ডায়নামিক করা যায়।
  • অল্প সময়ে একটি সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি করে ক্লায়েন্টকে ডেলিভারি দেয়া সম্ভব।
  • মিলিয়ন মিলিয়ন ফ্রী থিম এবং প্লাগিন রয়েছে, যা আপনার কাজকে আরো সহজ করে দেয়।
  • ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট SEO ফ্রেন্ডলি হয়, তাই গুগলে র‍্যাংকিং পাওয়া যায় সহজে।
  • বিভিন্ন ওয়েব ডেভেলপ ফার্ম এ ভাল বেতনের চাকরি করতে পারবেন।
  • ওয়েবসাইট পরিচালনা করা সহজ। যিনি ফেসবুক চালাতে পারেন, তিনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটও চালাতে পারবেন।

কিভাবে ওয়ার্ডপ্রেস শিখবেন?

একজন দক্ষ ওয়ার্ডপ্রেস ডেভেলপার হওয়া সময় এবং কষ্ট সাপেক্ষ ব্যাপার। কোন প্রতিষ্ঠানই কাউকে দক্ষ ডেভেলপার হিসেবে গড়ে তুলতে পারে না বড়জোর এক্সপার্ট হিসেবে গড়ে তুলতে পারে। দক্ষ ডেভেলপার হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে আপনি আমাদের কাছেও হাতে-কলমে ওয়ার্ডপ্রেস শিখতে পারেন।

অথবা, ওয়ার্ডপ্রেস শিখতে অন্যসব বিষয়ের মত ইউটিউবের সাহায্য নিতে পারেন। ইউটিউবে ওয়ার্ডপ্রেস- এর প্রচুর টিউটোরিয়াল পাবেন, যেটা দেখে দেখে আপনি নিজেই ওয়ার্ডপ্রেস শিখতে পারবেন।

কেন আমাদের কাছে ওয়ার্ডপ্রেস শিখবেন?

একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে ফ্রিলান্সিং জগতে আমাদের রয়েছে ১৪ বছরের অভিজ্ঞতা! আমরা পৃথীবির প্রায় ৫০টিরও বেশি দেশে দক্ষতার সাথে কাজ করেছি।

ফেসবুকে Freelancing Help নামে আমাদের একটি গ্রুপ রয়েছে। যেখানে শত শত মানুষকে আমরা হাতে-কলমে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি শিখাচ্ছি। আমরা কখনোই আপনাকে ফ্রিলান্সিং শিখিয়েই ছেড়ে দিবো না। ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে আপনার ইনকাম শুরু করার আগ পর্যন্ত আপনাকে শিখিয়েই যাবো। আমাদের রয়েছে ডেডিকেটেড ওয়ার্ডপ্রেস ডেভেলপার টিম। আপনি কোথাও সমস্যায় পরলে সারাজীবন আমাদের কাছ থেকে সাপোর্ট পাবেন।

তাই আমাদের কাছে জীবন পরিবর্তনকারি কোর্সটি করতে চাইলে এখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *