ফাইভারে প্রথম অর্ডার কিভাবে পাবেন?
আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেকেই বলে যে, ফাইভারে একাউন্ট তৈরি করলাম কিন্তু কোনো ইম্প্রেশন পাচ্ছি না, ক্লিক নেই, অর্ডার নেই, গিগ রেঙ্ক এ নেই 📉 আজকে সম্পূর্ণ ফাইভার মার্কেটপ্লেসটা বর্ণনা করার চেষ্টা করবো। আশা করি এই পোষ্টটি পড়ার পর কারোর মধ্যে ফাইভার নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন 😊 যারা SEO নিয়ে কাজ করে তারা বিষয়টা ভালোভাবে বুঝতে পারবে এবং আশা করি বাকিরা বুঝবে।
প্রথমত আমরা যখন একটা ওয়েবসাইটের SEO নিয়ে কাজ করি তখন স্টেপ বায় স্টেপ আমরা ৩ টা জিনিস ফলো করি:
  • 🎯On Page SEO
  • 🎯Technical SEO
  • 🎯Off Page SEO

On page SEO:

On Page SEO করার সময় আমাদের কি কি বিষয় গুলো দেখতে হয়? ওয়েবসাইটের টাইটেল, ইউআরএল, মেটা ডেসক্রিপশন, হেডিং ট্যাগ, ইমেজ আল্টা টেক্সট, ক্যানোনিক্যাল ইউআরএল এবং সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস হলো ওয়েবসাইটের কন্টেন্ট। কারণ “কন্টেন্ট ইজ কিং 👑” যদি ওয়েবসাইটের কন্টেন্ট ভালো না হয় তাহলে যতই টাইটেল, ইউআরএল, মেটা ডেসক্রিপশন ঠিক করি না কেনো কোনো লাভ হবে না তাই সব থেকে বেশি ফোকাস করতে হবে কন্টেন্ট এর মধ্যে এবং যেই কীওয়ার্ড গুলোকে টার্গেট করা হবে অব্যশই ঐ কীওয়ার্ড গুলোর সাথে সামঞ্জস্য রেখে কন্টেন্ট লিখতে হবে তারপর ঐ কন্টেন্টের সাথেই মিল রেখে ইউআরএল, টাইটেল, মেটা ডেসক্রিপশন, হেডিং ট্যাগ, ইমেজে আল্টা টেক্সট, ক্যানোনিক্যাল ইউআরএল এসব ঠিক করতে হবে। এখন কথা হচ্ছে এগুল ফিক্স করা পর কি ওয়েবসাইট গুগলে রেঙ্ক করে ফেলবে?🤔 অব্যশই না। কারণ On Page SEO এর পরবর্তী ধাপ হচ্ছে Technical SEO⬇️

Technical SEO:

এখন আমাদের দেখা লাগবে আমাদের ওয়েবসাইটে টেকনিক্যাল কোনো ইস্যু আছে কিনা, ওয়েবসাইটের সাইটম্যাপ ঠিকাছে কিনা, ওয়েবসাইটের যেই পেজ টা রেঙ্ক করতে চাচ্ছি সেটা গুগলে ইনডেক্স আছে কিনা, গুগলের রোবটকে অ্যালাও করা হইছে কিনা যেনো সে এসে ভিজিট করে এবং ইনডেক্স করে নেয় এবং আরো যেসকল টেকনিক্যাল ইস্যু আছে ওইসব দেখে সব কিছু ঠিক করার পর আমরা যেই পেজটা ইনডেক্স করতে চাচ্ছি সেটা ইনডেক্স হয়।

এখন কথা হচ্ছে ইনডেক্স হওয়ার সাথে সাথে কি আমাদের ওয়েবসাইটে ট্রাফিক আশা শুরু করে?🤔 অব্যশই না। ইনডেক্স হওয়ার পর দেখা যাবে ইম্প্রেশন আসতেছে মাঝে মধ্যে কিছু ক্লিকও আসতেছে কিন্তু এইরকভাবে চললে কি ওয়েবসাইটের ট্রাফিক বৃদ্ধি পাবে?🤔

উত্তর: না পাবে না। কারণ আমরা যেই প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আমাদের ওয়েবসাইটটিকে রেঙ্ক করতে চাচ্ছি সেই প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কিন্তু অলরেডি অনেক ওয়েবসাইটে তাদের সেবা দিচ্ছে। তাই গুগল তো আর সাথে সাথেই তাদের ওয়েবসাইটকে সরিয়ে আমার ওয়েবসাইটকে রেঙ্ক দিয়ে দিবে না। কারণ যারা আগে থেকে সার্ভিস দিচ্ছে তারা গুগলের কাছ থেকে একটা বিশ্বস্ততা অর্জন করে ফেলছে। যার ফলে গুগল তাদেরকে আমার থেকেও বেশি প্রায়োরিটি দিবে।

প্রশ্ন: তাহলে কি আমরা আমাদের ওয়েবসাইটটিকে রেঙ্ক করাতে পারবো না?😥

উত্তর: হ্যাঁ অব্যশই পারবো।😗 গুগল তো আর তাদের বাপ দাদার সম্পত্তি না যে সারাজীবন ওদেরকে রেঙ্ক দিবে। 😒

প্রশ্ন: এখন রেঙ্ক পাওয়ার জন্য কি করতে হবে?🤔

উত্তর: ওয়েবসাইটের On Page SEO ভালোভাবে করার পর Technical যতো সমস্যা আছে ঐ সব সমস্যা সমাধান করার পর যেটা করতে হবে সেটা হলো ব্যাকলিংক যেটা Off Page SEO এর অন্তভূক্ত⬇️

Off Page SEO:

ওয়েবসাইটের বাহিরে আমরা ওয়েবসাইটের জন্য যে সকল কাজ গুলো করবো এসব কাজ Off Page SEO এর অন্তভূক্ত। Off page SEO এর মধ্যে অনেক কিছুই রয়েছে যেগুলোর মধ্যে সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস হলো ব্যাকলিংক তৈরি করা। কম্পিটিটর এর ওয়েবসাইটের ভালোভাবে ব্যাকলিংক অ্যানালাইসিস করার পর চেষ্টা করতে হবে তার থেকে বেশি ব্যাকলিংক তৈরী করা এবং ব্যাকলিংক গুলো অব্যশই কোয়ালিটি সম্পন্ন ব্যাকলিংক হতে হবে। তারপর ধীরে আমাদের ওয়েবসাইট রেঙ্ক হওয়া শুরু করবে।

এখন সবার মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে যে আমি বললাম আমি ফাইভার নিয়ে কথা বলবো কিন্তু ওয়েবসাইট নিয়ে কেনো কথা বলছি? কারণ উপরের কনসেপ্টটা যদি আপনি ভালো করে বুঝতে পারেন তাহলে আপনার জন্য ফাইভার মার্কেটপ্লেসটা একদম সহজ হয়ে যাবে 🆒 

গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন🔎 যেখানে একজন ইউজার তাদের চাহিদা অনুযায়ী অনেক কিছু লিখে সার্চ করে এবং গুগল তাদের সার্চ এর উপর ভিত্তি করেই তাদের সামনে বিভিন্ন তথ্য উপস্থাপন করে। ঠিক একই ভাবে ফাইভার ও কিন্তু একটা সার্চ ইঞ্জিন ✅

ফাইভার এ আসার পর বায়াররা তাদের যেই ধরনের সার্ভিস প্রোয়জন ওই সার্ভিস রিলেটেড কীওয়ার্ড লিখে সার্চ করে এবং ফাইভার সেই কীওয়ার্ড এর উপর ভিত্তি করে বায়ারদের বিভিন্ন গিগ দেখায় এবং তারা তাদের পছন্দ অনুযায়ী গিগ দেখে, গিগের রেটিং দেখে, সার্ভিস কোয়ালিটি দেখে সার্ভিস ক্রয় করে থাকে 🫂

আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন আপনি যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ করেন আপনি কি তখন গুগলের ৩য়, ৪থ এবং ৫ম পেজগুলো সহজে ভিজিট করবেন? 🤷🏻‍♂️ অব্যশই করবেন না। কারণ আপনার প্রয়োজন অনুযায়ী গুগল তার প্রথম অথবা দ্বিতীয় পেজে সকল কোয়ালিটি সম্পন্ন রেজাল্ট গুলো শো করবে এবং আপনি সেই প্রথম অথবা দ্বিতীয় পেজ থেকে ইনফরমেশন পেয়ে যাবেন ✨

একই ভাবে ফাইভার এর বায়াররা ও কিন্তু প্রথম অথবা দ্বিতীয় পেজে ই ভিজিট করে হাজারে এমন একজন বায়ার থাকে যার একদম কম টাকায় ভালো সার্ভিস প্রয়োজন ওইসব বায়াররা অন্যান্য পেজ গুলো ভিজিট করে, কিন্তু সব থেকে বেশি বায়ার তাদের সার্ভিস প্রথম বা দ্বিতীয় পেজ এর সেলারদের থেকে নিয়ে থাকেন 🙂

এখন নতুন সেলার হিসেবে কিভাবে প্রথম বা দ্বিতীয় পেজ এ আমার গিগটাকে নিয়ে আসবো❓👇

উত্তর: সর্বপ্রথম আপনাকে যেই কথাটা আমি বলবো সেটা হচ্ছে নতুন হিসেবে ফাইভার থেকে অর্ডার পাওয়ার সপ্ন দেখা ছেড়ে দেন 🙂

নতুন হিসেবে আপনি যেটা করতে পারেন সেটা হলো, আমি শুরুতেই আপনাদের বলেছি একটা ওয়েবসাইটকে কিভাবে সার্চ ইঞ্জিন এর প্রথম পেজ এ নিয়ে আসতে হয়। যেহেতু ফাইভার ও একটা সার্চ ইঞ্জিন তাই আপনি আপনার ফাইভার প্রোফাইলটাকে মনে করেন একটা ওয়েবসাইটে এবং আপনার গিগ গুলো এক একটা সার্ভিস পেজ এবং আপনাকে এই সার্ভিস পেজ গুলো রেঙ্ক করতে হবে 🔝

আমরা জানি একটা ওয়েবসাইটকে রেঙ্ক করার ৩ টা ধাপ On Page SEO, Technical SEO এবং Off Page SEO! চলুন দেখে নেই আপনি কিভাবে এই ৩টা জিনিস আপনার ফাইভার প্রোফাইলে ইমপ্লিমেন্ট করবেন।
On Page SEO: প্রথমে আপনি যেই সার্ভিসটা নিয়ে গিগ দিতে চাচ্ছেন সেই সার্ভিস রিলেটেড কিন্তু অনেক গুলো লো কম্পিটিটিভ কীওয়ার্ড থাকে চেষ্টা করেবন ঐ সব কীওয়ার্ড রিসার্চ করে তারপর রিসার্চ করা কীওয়ার্ড থেকে একটা কীওয়ার্ড পিক করবেন যেটায় কম্পিটিশন কম কিন্তু মোটামুটি অর্ডার পাওয়া যায়।
তারপর আপনার টার্গেটেড কীওয়ার্ড দিয়ে সুন্দর, শর্ট এবং আই কেচিং টাইটেল ব্যাবহার করবেন, ট্যাগ দেওয়ার অপশনে আপনার রিসার্চ করা কীওয়ার্ড থেকে ৫টা ভালো মানের লো কম্পিটিটিভ কীওয়ার্ড দিবেন। তরপর আপনার মেইন কীওয়ার্ড এর পাশাপাশি আপনি যেই কীওয়ার্ড গুলো ট্যাগ এর মধ্যে ব্যাবহার করছেন ঐ সব কীওয়ার্ড কে ফোকাস করে ভালো মানের একটা ইউনিক ডেসক্রিপশন লিখবেন। এটাই হচ্ছে আপনার সার্ভিসের কন্টেন্ট “কন্টেন্ট ইজ কিং”📈 তাই আপনি যত ভালো কন্টেন্ট দিবেন আপনার গিগের জন্যই ভালো।
তারপর চেষ্টা করবেন একটা ভালো গিগের ইমেজ ব্যাবহার করার যেটায় শুধু আপনার মেইন কীওয়ার্ড টা লিখা থাকবে যেমন: টাইটেল: I will setup and manage Facebook ads campaign” আপনি চেষ্টা করবেন ইমেজের মধ্যে শুধু বড় করে Facebook Ads Campaign টা লিখার যাতে করে সেটা বায়ার এর চোখে পরে। আপনি কি কি করবেন সেটা তো আপনার গিগের ডেসক্রিপশনে লিখাই থাকবে তাই এত বেশি লেখা দিয়ে হিজিবিজি করে ইমেজ দিবেন না। যেহেতু ৩টা ইমেজ দেওয়ার অপশন থাকে সেহেতু ২য় ইমেজটায় আপনি কি কি করবেন সিরিয়ালে লিখে দিতে পারেন।
Technical SEO: আপনি দেখবেন ফাইভার এর রুলস অনুযায়ী আপনার গিগটা ঠিকাছে কিনা। গিগ কিন্তু পাবলিশ করার পর সর্বোচ্চ ১ মিনিট সময় লাগে এক্টিভ হওয়ার জন্য। গিগ পাবলিশ করার পর incognito mode এ ফাইভার.কম এ গিয়ে আপনার টার্গেটেড কীওয়ার্ড লিখে সার্চ করবেন তারপর সেখানে একটা ফিল্টার এর অপশন পাবেন একটু ফিল্টার দিয়ে ফিল্টার করে নিবেন। তারপর আপনি আপনার গিগটি দেখতে পাবেন।
সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট জিনিস যেটা হলো Off Page SEO এটা যদি কষ্ট করে করতে পারেন তাহলে আপনার গিগ রেঙ্ক করার পাশাপাশি আপনি ফাইভার থেকে অন্যান্য সেলেরদের মতো অর্ডার পাবেন ইনশাআল্লাহ ❤️
Off Page SEO: ভাই এখানে Off Page SEO মানে কোনো ব্যাকলিংক না আপনাকে ক্লায়েন্ট আউটরীচ করে ক্লায়েন্টকে ফাইভার এ নিয়ে এসে কাজ করতে হবে এর ফলে আপনার গিগে অর্ডার বাড়বে, ভালো করে কাজ করে দিলে ৫স্টার রিভিউ পাবেন যত বেশি আপনি ক্লায়েন্ট আউটরীচ করে মার্কেট প্লেসে নিয়ে এসে কাজ করবেন ফাইভার এর কাছে একটা সফট সিগনাল যাবে যে, নিশ্চই এই গিগের মধ্যে এমন কিছু আছে যার জন্য বায়াররা গিগের সার্ভিস নিচ্ছে এবং ফাইভার এইটা রিয়েলাইজ করার পর আপনার গিগটা রেঙ্ক করা শুরু করবে। ধীরে ধীরে আপনার গীগটা যতো সামনের দিকে আসবে আপনার গিগের ইম্প্রেশন এবং ক্লিক ততই বাড়তে থাকবে 🔝📈
নোট: আপনি চাইলে ফাইভার এ হাই কম্পিটিটিভ কীওয়ার্ড ও নিতে পারেন যদি আপনি চান যে আপনি ক্লায়েন্ট আউটরীচ করে কাজ করবেন। এতে করে যদি আপনার গিগটা একবার প্রথম পেজ এ রেঙ্ক করে তাহলে বেশি বেশি অর্ডার আবার সম্ভাবনা থাকবে✅ অনেক কষ্ট করে লিখলাম আশা করি যারা এটি পারবেন সকলের উপকার না হলেও একজনের হলেও উপকারে আসবে🙂
– Mohammed Sohag

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *